র্যাম ও রম এর পার্থক্য
র্যাম:
১। র্যামে অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব।
২। র্যাম উদ্বায়ী মেমোরি; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে সংরক্ষিত ডাটা মুছে যায়।
৩। চলমান প্রোগ্রাম এরং পূণঃ পূণঃ পরিবর্তনশীল ডাটা র্যামে সংরক্ষণ করা হয়।
৪। র্যামে কোনো ধরনের প্রোগ্রাম দেয়া থাকে না।
৫। র্যামের আকারের উপর কম্পিউটারের কাজের গতি নির্ভর করে। প্রয়োজনে অতিরিক্ত র্যাপ চিপ সংযোজন করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়।
রম:
১। সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে যে কোনো সময় সংরক্ষিত ডাটা পঠন সম্ভব।
২। রম উদ্বায়ী মেমোরি নয়; অর্থাৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না।
৩। সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডাটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
৪। র্যামে সাধারণত তৈরির সময় প্রোগ্রাম করা হয়ে থাকে যা ফার্মওয়্যার নামে পরিচিত।
৫। রমের আকারের উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রকম চিপ করা যায় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions