সার্চ ইঞ্জিন কত প্রকার (Classification of Search Engine)
সার্চ ইঞ্জিন সাধারণত ৩ প্রকার। যথা:
১। প্রাইমারি সার্চ ইঞ্জিন
২। সেকেন্ডারি সার্চ ইঞ্জিন
৩। টার্গেটেড সার্চ ইঞ্জিন
প্রাইমারি সার্চ ইঞ্জিন:
সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো গুগল, বিং, ইয়ানডেক্স ইত্যদি।
প্রাইমারি সার্চ ইঞ্জিন সাধারণত ওয়েব সাইটের বেশিরভাগ ট্রাফিকরে তৈরি করে। প্রত্যেকটা প্রাইমারি সার্চ ইঞ্জিন অন্যগুলোর চেয়ে আলাদা। গুগল হচ্ছে পপুলার একটি সার্চ ইঞ্জিন কারণ এটি অনেক দ্রুত ও কার্যকরি ফলাফল প্রদান করে। প্রাইমারি সার্চ ইঞ্জিনগুলো সার্চ রেজাল্ট ছাড়াও অন্যান্য সার্ভিস দিয়ে থাকে যেমন: খবর, ইমেজ, ম্যাপ ইত্যাদি।
সেকেন্ডারি সার্চ ইঞ্জিন:
সেকেন্ডারি সার্চ ইঞ্জিন সাধারণত ছোট টার্গেট এবং নির্দিষ্ট কিছু ট্রাফিকদের জন্য। এটি খুবে বেশি ট্রাফিক জেনারেট করে না। এটি সাধারণত লোকালি ব্যবহার করা হয়। যেমন: Ask.com
টার্গেটেড সার্চ ইঞ্জিন:
এ ধরনের সার্চ ইঞ্জিন সাধারণ কিছু নির্দিষ্ট ট্রাফিকের জন্য। এ ধরনের সার্চ ইঞ্জিনগুলো নির্দিষ্ট বা বিশেষ বিশেষ কিছু ক্যাটাগরি কাজ করে। যেমন: বিজ্ঞান, খেলোধুলা, ভ্রমণ ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions