গুগল
গুগল ইনকর্পোরেটেড (Google Incorporated) ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি প্রযুক্তি বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। ১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ ও সার্জে ব্রিন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন।
গুগল কি
গুগল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি।
গুগল বাংলা
গুগল বাংলা হলো গুগলের কান্ট্রি সার্চ ইঞ্জিন অর্থাৎ প্রায় প্রতিটা দেশের নিজ নিজ ভাষায় সার্চ করার জন্য তৈরি গুগলের সার্চ ইঞ্জিন। যেমন: বাংলাদেশের বাংলা ভাষার সার্চের জন্য google.com.bd আর এটিই হলো গুগল বাংলা।
google কে আবিষ্কার করেন
স্ট্যানফোড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ ও সার্জে ব্রিন google আবিষ্কার করেন।
গুগল সার্চ বা গুগল সার্চ ইঞ্জিন
গুগল সার্চ হলো গুগলের একটি সার্চ ইঞ্জিন। যার মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইট সার্চ করা যায়।
গুগলের প্রতিষ্ঠাতা কে বা গুগলের জনক কে
গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ ও সার্জে ব্রিন। তাঁরা দু’জনে হলেন গুগলেন জনক।
গুগল লেন্স
প্রযুক্তি জায়ান্ট গুগল এর তৈরি একটি চিত্র ভিত্তিক প্রযুক্তি হলো গুগল লেন্স। এ প্রযুক্তিটি নিউরাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে ভিজ্যুয়াল অ্যানালাইসিস ব্যবহার করার মাধ্যমে সনাক্ত করা বস্তুর সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য আনার জন্য ডিজাইন করা হয়েছে।
গুগল ফটোস
গুগল ফটোস হলো সার্চ জায়ান্ট গুগলের একটি ছবি শেয়ার ও সংরক্ষণ করে রাখার সেবা। ২০১৫ সালের মে মাসে গুগল ফটোস এর যাত্রা শুরু হয়। এটিও অন্যান্য গুগলের সাধারণ একাউন্টের মত বিনামূল্যের ব্যবহার করা যায়।
গুগল ইমেজ
গুগল ইমেজ হলো গুগল সার্চ ইঞ্জিনের একটি ছবি সার্চ বা অনুসন্ধান করার সেবা। যার মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন ধরনের ছবি খুঁজে বের করা যায়। এবং সেগুলো পিসিতে সেভও করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions