Home » » ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেস তালিকা

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেস তালিকা

আউটেসোর্সিং ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্স মার্কেটপ্লেস তালিকা

আউটসোর্সিং বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হলো এমন একটি অনলাইন মার্কেটপ্লেস যেটি অসংখ্য অনলাইন ওয়েবসাইট, ফ্রিল্যান্সার ও বায়ার নিয়ে গঠিত। এই ওয়েবসাইটগুলো আসলে একএকটি মাধ্যম হিসেবে কাজ করে যেখানে দুই ধরনের ব্যক্তি সদস্য হতে তপারে। এরা হলো বায়ার তথা যারা তাদের বিভিন্ন কাজ এই ওয়েবসাইটে আপলোড করে। অপরটি হলো ফ্রিল্যান্সার বা এমপ্লয়ি যারা বিড / আবেদন / গিগ করার মাধ্যমে বায়ারের কাছ থেকে কাজগুলো পেয়ে থাকে। এদের মধ্যে সমন্বয় সাধানের কাজটি করে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বিভিন্ন ওয়েবসাইটগুলো। কেননা এই ওয়েবসাইটে বায়ার যখন অ্যাকাউন্ট ওপেন করে তার একটি প্রোফাইল যুক্ত হয়। উভয়পক্ষের কাজ দেওয়া এবং পাবার ব্যাপারটি অনেকাংশে উভয়েরই প্রোফাইলের উপর নির্ভর করে। এখানে ওয়েবসাইটগুলো যেমন বায়ারের কাছ থেকে সুনির্দিষ্ট কমিশন পায় তেমনি ফ্রিল্যান্সারদের কাছ থেকেও কাজার পাবার পর একটি নির্দিষ্ট কমিশন কেটে নেয়। এককথায় এটি হলো এমন একটি ভার্চুয়াল মার্কেটপ্লেস যেখানে বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় কর্মসংস্থান আউটসোর্সিং জবগুলো সম্পন্ন হয়ে থাকে।


ফ্রিল্যান্স মার্কেটপ্লেস তালিকা

১। আপওয়ার্ক   upwork.com

২। ফাইভার  fiverr.com

৩। ফ্রিল্যান্সার freelancer.com

৪। এভাটো স্টুডিও studio.envato.com

৫। নাইনটি নাইন ডিজাইনস 99designs.com

৬। পিপল পার আওয়ার peopleperhour.com

৭। এসইও ক্লার্ক seoclerks.com

৮। গুরু ডট কম guru.com

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *