জন ম্যাকার্থি (John McCarthy)
জন ম্যাকার্থি (৪ সেপ্টেম্বর, ১৯২৭ - ২৪ অক্টোবর, ২০১১) ছিলেন একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং লিম্পের জন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নামক পরিভাষার প্রচলনও করেন তিনি। ১৯৫৫ সালে তিনি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ধারণা দেন এবং একে বুদ্ধিমান মেশিন তৈরির বিজ্ঞান ও প্রকৌশল হিসেবে সংগায়িত করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions