জন নেপিয়ার (John Napier)
জন নেপিয়ার ছিলেন স্কটল্যান্ডের ভূস্বামী, গণিতবিদ, রসায়নবিদ ও একই সাথে জ্যোতির্বিদ, তার পুরো নাম হলো জন নেপিয়ার অফ মার্চিস্টন। তিনি আসলে গাণিতিক দর্শন ও লগারিদমের সারণি’র জন্য বিখ্যাত। কারণ তিনিই সর্বপ্রথম ১৬১৪ সালে লগারিদমের সারণি আবিষ্কার করে গণনা কৌশলে এক নতুন মাত্রা সংযোজন করেন। নেপিয়ারের হাড় হচ্ছে জন নেপিয়ার কর্তৃক উদ্ভাবিত এক গণনাযন্ত্র। ১৬১৭ সালে তিনি এটি আবিষ্কার করেন।
দাগ কাটা এবং সংখ্যা বসানো কাঠি ব্যবহার করে তিনি এ বিশেষ গণনাযন্ত্রটি উদ্ভাবন করেন বলে যন্ত্রটি নেপিয়ারের হাড় (Napier's Bone) নামে পরিচিতি লাভ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions