কম্পিউটার বা মনিটরে পাওয়ার না আসার কারণ:
১। পাওয়ার সাপ্লাই কেবলের পাওয়ার কর্ড খারাপ থাকতে পারে।
২। পাওয়ার সাপ্লাই খারাপ।
৩। কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশন ল্যুজ থাকতে পারে।
৪। সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে।
সমস্যার সমাধান:
১। মাল্টিমিটার/এভো মিটার এর মাধ্যমে পাওয়ার কর্ড এর এর Continuity পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করতে হবে।
২। পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘুরছে কীনা পরীক্ষা করতে হবে। এর আউটপুট ভোল্ট +5V, -5V, +12 এবং -12V পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে।
৩। কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশনটি পরীক্ষা করে দেখতে হবে। ল্যুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে নিতে হবে।
৪। সকেটের প্লাগের কানেকশনে ত্রুটি পেলে তা ঠিক করে নিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions