কম্পিউটার বারবার হ্যাং হয়ে যাওয়ার কারণসমূহ:
১। পাওয়া সাপ্লাই ইউনিট পুড়ে গেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
২। পাওয়ার সাপ্লাইয়ের কোনো ইউনিট নষ্ট হয়ে থাকতে পারে।
৩। প্রসেসর বা মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হতে পারে।
সমস্যার সমাধান:
১। ভালো কোনো পাওয়ার সাপ্লাই লাগিয়ে পরীক্ষা করা। সমস্যা পেলে আপনার নষ্ট পাওয়ার সাপ্লাইটি বদলে ফেলা।
২। গ্রাফিক্স কার্ডটি কম্পাটিবল না হলে বায়োস সেটআপে ঢুকে এজিপির ইন্টারফেস এক্স বা ২এক্স থাকলে সেটি পরিবর্তন করে দেখা যেতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions