জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায়
জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক ধরনের ওয়েব রিলেটেড অনেক ধরনের কাজ করা যায়। যেমন:
১। ওয়েব সাইটে ঘড়ি/ টাইম ওয়াচ তৈরি করা যায়।
২। মাউস ট্রেইলারস অর্থাৎ যখন কেউ ওয়েবসাইট ব্রাইজ করবে তখন তার মাউসের মধ্যে আকর্ষণীয় এনিমেশন তৈরি করা হয়।
৩। ব্রাউজার কোন ব্রাউজারে ব্রাউজিং করছে সেই ব্রাউজারের নাম, ভার্সন, আইএসপি ইত্যাদির ইনফরমেশন ইউজারকে জানানো যায়।
৪। সময়ের সাথে ইউজারকে অভিবাদন জানানো যায়।
৫। সময়ের সাথে সাথে ডিজাইন পরিবর্তন করা যায়।
৬। ওয়েবে প্রবেশের কিছু সময় পর অন্য কোন লোকেশনে নিয়ো যাওয়া যায়।
৭। বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে অন্য কোন ওয়েব পেজে এক্সেসের সুযোগ সৃষ্টি করা যায়।
৮। ওয়েব গেম/খেলা তৈরি করা যায়।
৯। ইনপুট ও এর পরিবেশ অনুযায়ী রেসপন্স দেয়া যায়।
১০। ওয়েবেপেজে ডাইনামিক ড্রপডাউন মেনু তৈরি করা যায়।
১১। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তিকরে ইউজারদের অবগতির জন্য এ্যালার্ট মেসেজ তৈরি করা যায়।
১২। প্রয়োজনীয় পপআপ ইউন্ডো তৈরি করা যায়।
১৩। বিভিন্ন ধরনের ফর্ম ভেলিডেশন তৈরি করা যায়।
১৪। ওয়েবেপেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আকর্ষনীয় স্লাইড শো তৈরি করা যায়।
১৫। ব্রেকিং নিউজ, রিসেন্ট পোস্ট, চলন্ত সংবাদ ইত্যাদি তৈরি করা যায়।
১৬। এইচটিএমএল ডিজাইনারদের জন্য জাভাস্ক্রিপ্ট একটি টুল হিসেবে কাজ করে।
১৭। এইচটিএমএল কোডের মাঝে ডাইনামিক টেক্সট ইনপুট করা যায়।
১৮। কোন ঘটনা ঘটলেই জাভাস্ক্রিপ্ট সাড়া দিতে পারে যেমন: কোন পেজ লোড হবার পর বা কোন বাটনে প্রেস করলেই জাভাস্ক্রিপ্ট কাজ করবে।
১৯। জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এলিমেন্টকে রিড, রাইট ও প্রয়োজনমতো পরিবর্তন করতে পারে।
২০। সার্ভারে ডেটা প্রেরণের আগেই জাভাস্ক্রিপ্ট তা চেক করতে পারে। এর ফলে সার্ভারে অতিরিক্ত প্রসেসিং এর দরকার হয় না।
২১। ওয়েব ব্রাউজার ডিটেক্ট করে প্রয়োজনীয় টাস্ক নির্ধারণ করে ঐ ব্রাউজারের জন্য কোন পেজ প্রদর্শন করতে হবে।
জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবপেজে এনিমেশন ইফেক্ট যোগ করা যায় কোন প্রকার এক্সটারনাল প্লাগইন ছাড়া। যেমন: এইচটিএমএল৫ এর ক্যানভাস এলিমেন্টের ব্যবহার যেটি ওয়েবপেজে সরাসরি ড্রয়িং এর সুবিধা দেয়। আরো সুবিধা দেয় যেমন: ড্রাগ ড্রপের সুবিধা, ওয়েবসাইটকে এক্সটারনাল ওয়েবসাইটের (যেমন: ফেসবুক, টুইটার ইত্যাদির) সাথে ইন্টিগ্রেট করার সুবিধা দেয়।
এছাড়া বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ছোট ছোট ওয়েব এ্যাপ্লিকেশ তৈরির কাজ করা যায় জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions