ইন্টারনেট প্রটোকল (Internet Protocol):
ইন্টারনেট প্রটোকল হচ্ছে ইন্টারনেটের কার্যক্রমকে পরিচালনার জন্য ব্যবহৃত প্রাথমিক সফটওয়্যার, যা কিভাবে গেটওয়ে মেশিন তথ্য প্রেরণকারী কম্পিউটার থেকে তথ্য গ্রহণকারী কম্পিউটারে তথ্য প্রেরণ করে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল গন্তব্যের কম্পিউটারে তথ্য পৌছল কিনা তা পরীক্ষা করে এবং না পৌছাবার কারণ ও পৌছাবার উপায় বাতলে দেয়; নেটওয়ার্ক সিস্টেমে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের তথ্য আদান-প্রদানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার নিয়ম-নীতি।
প্রচলিত কয়েকটি প্রোটোকল হলো: টিসিপি / আইপি (TCP/IP - Transmission Control Protocol / Internet Protocol), এফটিপি (FTP - File Transfer Protocol), এসএমটিপি (SMTP - Simple Mail Transfer Protocol), এইচটিটিপি (HTTP - Hypertext Transfer Protocol), এক্স.২৫ (X.25), এক্স.৪০০ (X.400) ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions