ইন্টারপ্রেটার কি
(Interpreter)
ইন্টারপ্রেটার হলো অনুবাদক প্রোগ্রাম। উচ্চস্তরের ভাষায় গন্তব্য প্রোগ্রামে রূপান্তরের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ইন্টারপ্রেটার বা অনুবাদক প্রোগ্রাম বলা হয়। কম্পিউটারের অভ্যন্তরীণ বর্তনী শুধুমাত্র বাইনারি ভাষা (১ ও ০) বুঝতে পারে, আর অনুবাদকে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বাইনারি ভাষায় অনুবাদ করে দেয়। এ ধরনের অনুবাদকে প্রোগ্রাম উৎস, বাইনারি ভাষায় অনুবাদ করে দেয়।
এ ধরনের অনুবাদ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে মেশিনের ভাষায় অনুবাদ না করে প্রোগ্রামের একটি করে লাইন তাৎক্ষণিকভাবে অনুবাদ করে ও নির্বাহ করে। কম্পাইলার যেমন একটি সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে একটি স্বয়ংসম্পূর্ণ নির্বাহী ফাইল তৈরি করে, এটি তা করে না। ফলে কোন ইন্টারপ্রেটার কর্তৃক অনুদিত প্রোগ্রামকে সে ইন্টারপ্রেটারের সহায়তা ছাড়া নির্বাহ করা সম্ভব হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions