কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য
কম্পাইলার:
১। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে।
২। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল এক সাথে প্রদর্শন করে।
৩। ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন।
৪। কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম রূপান্তরের পর পুনরায় রূপান্তরের প্রয়োজন হয় না অর্থাৎ একবার কম্পাইল করা হলে পরবর্তিতে আর কম্পাইল করা প্রয়োজন হয় না।
৫। প্রোগ্রাম নির্বাহের জন্য কম সময় প্রয়োজন।
ইন্টারপ্রেটার:
১। ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
২। ইন্টারপ্রেটার প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কার্য বন্ধ করে দেয়।
৩। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রতিবার কাজের পূর্বে পুনঃরূপান্তরের প্রয়োজন পড়ে।
৪। ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক নির্বাহের জন্য বেশি সময় প্রয়োজন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions