আইপি অ্যাড্রেস কী
ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে বলা হয় আইপি এড্রেস। ৩২ বিট ব্যবহার করে একটি আইপি এড্রেস গড়ে ওঠে। এই বিটগুলোর প্রতি আটটিকে নিয়ে গড়ে ওঠে একটি করে অকটেট। তাই আইপি এড্রেস এ থাকে চারটি অকটেট বা ৩২-বিট।
একটি আইপি এড্রেস তিনভাবে প্রকাশ করা যেতে পারে:
ডটেড ডেসিমাল- ২০৩.৯১.১৩৯.২
বাইনারি- ১০০১০১১.১০১১০১১.১০০০১০১১.১০
হেক্সাডেসিমাল- CB: 5B: 8B: 2
এভাবে আইপি এড্রেস এর জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই মনে রাখার সুবিধার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা-আলাদা ঠিকানা থাকে। টেলিফোন ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা IP Address বা (Internet Protocol) ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা IPV4 চালু আছে। IPV4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (৮ বিটের বাইনারি) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২টি বিট প্রয়োজন। প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক করা হয়। আইপি এড্রেসের প্রথম দুইটি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions