ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে
ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে সেগুলো নিম্নে দেয়া হলো:
১। একটি ডোমেইন নেম : ডোমেইন নেম হলো ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের একটি ইউনিক নাম রেজিষ্ট্রেশন করতে হবে। আর এর জন্য ৮০০ থেকে ৯০০ টাকার মতো খরচ হতে পারে।
২। ওয়েব হোস্টিং সার্ভার : ওয়েব সাইটের কনটেন্ট হোস্ট করার জন্য একটি অনলাইন সার্ভার। ওয়েব হোস্টিং এর জন্য স্পেস অনুযায়ী হোস্টিং ক্রয় করতে হবে। হোস্টিং এর মূল্য সর্বনিম্ন ৬০০ টাকা থেকে শুরু।
৩। ওয়েব সাইটের কনন্টেন্ট : ওয়েবসাইটের প্রয়োজনীয় টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি।
৪। ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ থিম বা টেমপ্লেট : রেডি থিম বা টেমপ্লেট হলেও চলবে। রেডি থিমের দাম মোটামুটি ভালোর মধ্যে সাধারণ ১০ ডলার থেকে শুরু।
অথবা তৈরিও করা যাবে। তৈরি করতে চাইলে: এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিইএচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপেস ইত্যাদি জানতে হবে। অথবা একজন ভালো ওয়েব ডেভেলপার দিয়ে তৈরি করতে গেলে তার পারিশ্রমিক কমপক্ষে ৫০০০ টাকা বা বেশিও হতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions