কম্পিউটার মাউস কে তৈরি করেন
মাউস একটি ইনপুট যন্ত্র। ১৯৬৮ সালে সানফ্রান্সিসকোতে ফল জয়েন্ট কম্পিউটার কনফারেন্সে “ডগলাস এঞ্জেলবার্ট” কীবোর্ডের পাশাপাশি ইনপুট ডিভাইস হিসেবে মাউসের একটি প্রোটোটাইপ প্রদর্শন করেন। পরবর্তীকালে ১৯৮৪ সালে প্রথম অ্যাপল কম্পিউটার ইনক তাদের মেকিন্টোশে মাউস জুড়ে দিলে এটি ব্যবহারকারী কর্তৃক বিপুল সমাদৃত হয়। বর্তমানে আইবিএম কম্পিউটারেও মাউসের ব্যবহার ব্যাপকভাবে সমাদৃত হয়। পর্দায় কার্সরের অবস্থান নিয়ন্ত্রণে এ ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার হয়। ইদুর আকৃতির এ ছোট যন্ত্রটিকে হাত দ্বারা বিভিন্ন দিকে ঘুরিয়ে কার্সর বা পয়েন্টারকে সঠিক স্থানে স্থাপন করা হয় এবং বাটনে চাপ প্রয়োগ করে কমান্ড নির্বাচন করা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions