নিউমেরিক কী কাকে বলে
কীবোর্ডের ডানদিকে উপরে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। অর্থাৎ কীবোর্ডের QWERTY এর উপরে 1, 2 থেকে শুরু করে 9 এবং 0 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেগুলোই নিউমেরিক কী। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও <, >, = লজিক্যাল অপারেটরগুলো কীবোর্ডে থাকে। আর এসব মিলিয়েই হলো নিউমেরিক কী।
এছাড়া কীবোর্ডের ডান দিকে অবস্থিত ক্যালকুলেটরের মতো ১৭ থেকে ১৮ টি কীসম্বলিত অংশকে নিউমেরিক কী বা নিউমেরিক কী প্যাড বলা হয়। পরিসংখ্যান ও গণিত বিষয়ক কাজের জন্য নিউমেরিক কী ব্যবহার সুবিধাজনক। নিউমেরিক কী প্যাডের উপরের বাম পাশে অবস্থিত Num Lock লেখাযুক্ত কী-টি অফ ও অন করে নিউমেরিক কীপ্যাড অধিকাংশ কী দ্বৈত কাজে ব্যবহার করা যায়। অর্থাৎ Num Lock কী অন করে রাখলে গাণিতিক ফাংশনগুলো কাজ করে, আবার Num Lock কী বন্ধ থাকলে নিউমেরিক কীসমূহের নিচে যা লেখা রয়েছে সেগুলো কাজ করবে। যেমন, 7 লেখা কী-টির নিচে Home লেখা রয়েছে। Num Lock কী চালু থাকলে এটি চাপলে 7 লেখা হবে। আবার Num Lock কী বন্ধ থাকলে এটি চাপলে কার্সর লাইনের শেষে স্থানান্তরিত হবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions