ক্লাউড স্টোরেজ সার্ভিস কি
ক্লাউড স্টোরেজ সার্ভিস হলো প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টসমূহকে অনলাইনে সংরক্ষণ করে রাখা। ইন্টারনেট রয়েছে বিশ্বের এমন যেকোনো স্থান থেকে, যেকোনো ইন্টারনেট এক্সেসেবল ডিভাইস থেকে, যেকোনো সময় সেসব তথ্য ও ডকুমেন্টসসমূহ অ্যাকসেস করা যায়।
বিভিন্ন
ধরনের ক্লাউড স্টোরেজ সেবাসমূহ ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। এদের কিছু
কিছু পয়সা দিয়ে ব্যবহার করতে হয় আবার কিছু কিছু বিনামূল্যেই পাওয়া যায়।
যেমন: গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, বক্স ইত্যাদির। এ সকল অনলাইন
ক্লাউড স্টোরেজ ফ্রি তথ্য বা ফাইল রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ স্পেস পাওয়া
যায়। আর আনলিমিটেড তথ্য বা ফাইল রাখার জন্য অর্থের বিনিময়ে স্পেস ক্রয়
করতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions