ডাটা কি
ডাটা শব্দের অর্থ হলো উপাত্ত। তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো উপাত্ত বা ডাটা।
তবে আমরা সাধারণত যে কোনো প্রকার তথ্যকে ডাটা হিসেবে বুঝি। এটা সাধারণত লেখালেখি হতে পারে, হিসাব-নিকাশ হতে পারে, ছবি হতে পারে এবং নকশা হতে পারে। কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করে যে সব তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদান করা হয়, সে সব তথ্যই ডাটা হিসেবে বিবেচিত হয়। কম্পিউটার সর্বনিম্ন ১ বিট পর্যন্ত তথ্য বুঝতে পারে। ১ বিট হচ্ছে একটি অক্ষরের ৮ ভাগের ১ ভাগ। অর্থাৎ ৮ বিট তথ্য দিয়ে তৈরি হয় একটি অক্ষর। ৮ বিটে হয় ১ বাইট।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions