Home » » ডাটা কি

ডাটা কি

ডাটা কি

ডাটা শব্দের অর্থ হলো উপাত্ত। তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো উপাত্ত বা ডাটা।

তবে আমরা সাধারণত যে কোনো প্রকার তথ্যকে ডাটা হিসেবে বুঝি। এটা সাধারণত লেখালেখি হতে পারে, হিসাব-নিকাশ হতে পারে, ছবি হতে পারে এবং নকশা হতে পারে। কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করে যে সব তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদান করা হয়, সে সব তথ্যই ডাটা হিসেবে বিবেচিত হয়। কম্পিউটার সর্বনিম্ন ১ বিট পর্যন্ত তথ্য বুঝতে পারে। ১ বিট হচ্ছে একটি অক্ষরের ৮ ভাগের ১ ভাগ। অর্থাৎ ৮ বিট তথ্য দিয়ে তৈরি হয় একটি অক্ষর। ৮ বিটে হয় ১ বাইট।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*