আন্তর্জাতিক সংস্থার নাম ও সদর দপ্তর বিষয়ক সাধারণ জ্ঞান :
১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
২। বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৩। জাতিসংঘের সদর (UN) দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক
৪। খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায়?
উত্তর: রোম
৫। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (SAARC) সদর দপ্তর কোথায়?
উত্তর: কাঠমান্ডু
৬। বিশ্ব বন্যজীবন তহবিল (WWF) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: সুইজারল্যান্ড
৭। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) সদর দপ্তর কোথায়?
উত্তর: প্যারিস
৮। আন্তর্জাতিক আদালতের (ICJ) সদর দপ্তর কোথায়?
উত্তর: হেগ
৯। তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠনের (OPEC) সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা
১০। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
১১। জাতিসংঘ শিশু তহবিলের (UNICEF) সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক
১২। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক
১৩। জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের (UNEP) সদর দপ্তর কোথায়?
উত্তর: নাইরোবি
১৪। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (NATO) সদর দপ্তর কোথায়?
উত্তর: ব্রাসেলস
১৫। বিশ্ব ব্যাংকের (WB) সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন
১৬। এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সদর দপ্তর কোথায়?
উত্তর: ম্যানিলা
১৭। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন
১৮। আন্তর্জাতিক ফুটবল সংস্থার (FIFA) সদর দপ্তর কোথায়?
উত্তর: জুরিখ
১৯। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সদর দপ্তর কোথায়?
উত্তর: দুবাই
২০। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: সুইজারল্যান্ড
২১। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (IPC) সদর দপ্তর কোথায়?
উত্তর: জার্মানী
২২। আন্তর্জাতিক রাগবি ফুটবল বোর্ডের (IRFB) সদর দপ্তর কোথায়?
উত্তর: আয়ারল্যান্ড
২৩। কমনওয়েলথ গেমস ফেডারেশনের (CGF) সদর দপ্তর কোথায়?
উত্তর: লন্ডন
২৪। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (ITF) সদর দপ্তর কোথায়?
উত্তর: লন্ডন
২৫। ব্যাডমিন্টন ওর্য়াল্ড ফেডারেশনের (BWF) সদর দপ্তর কোথায়?
উত্তর: কুয়ালালামপুর
২৬। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (IHF) সদর দপ্তর কোথায়?
উত্তর: সুইজারল্যান্ড
২৭। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) সদর দপ্তর কোথায়?
উত্তর: প্যারিস
২৮। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তর কোথায়?
উত্তর: বেঙ্গালুরু
২৯। জাতীয় বিমানচালনবিদ্যা ও মহাকাশ প্রশাসনের (NASA) সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন
৩০। যুক্তরাজ্য মহাকাশ সংস্থার (UKSA) সদর দপ্তর কোথায়?
উত্তর: উইল্টশায়ার
৩১। আন্তর্জাতিরক রেড ক্রস কমিটির (ICRC) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৩২। বিশ্ব দাবা সংস্থার (FIDE) সদর দপ্তর কোথায়?
উত্তর: সুইজারল্যান্ড
৩৩। ইসলামিক উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উত্তর: জেদ্দা
৩৪। দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (ASEAN) সদর দপ্তর কোথায়?
উত্তর: জাকার্তা
৩৫। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৩৬। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা
৩৭। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সদর দপ্তর কোথায়?
উত্তর: রোম
৩৮। বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) সদর দপ্তর কোথায়?
উত্তর: মাদ্রিদ
৩৯। জাতিসংঘের আন্তর্জাতিক ড্রাগ কন্ট্রোল প্রোগ্রামের (UNODC) সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা
৪০। দুর্যোগ ঝুকি হ্রাসের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক কৌশলের (UNISDR) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৪১। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৪২। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) সদর দপ্তর কোথায়?
উত্তর: লন্ডন
৪৩। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO) সদর দপ্তর কোথায়?
উত্তর: মন্ট্রিল
৪৪। আন্তর্জাতিক মান সংস্থার (ISO) সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
৪৫। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহাযোগিতার (APEC) সদর দপ্তর কোথায়?
উত্তর: সিঙ্গাপুর
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions