Home » » সাধারণ জ্ঞান : সংখ্যা পদ্ধতি ও লজিক বিষয়ক

সাধারণ জ্ঞান : সংখ্যা পদ্ধতি ও লজিক বিষয়ক

সংখ্যা পদ্ধতি ও লজিক বিষয়ক সাধারণ জ্ঞান

১। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে?

উত্তর:  সংখ্যা পদ্ধতি

 

২। প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করতো কিসের সাহায্যে?

উত্তর:   হাতের আঙুলের সাহায্যে


৩। প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কি ব্যবহার করত?

উত্তর: ২ ধরনের পদ্ধতি


৪। ছোট সংখ্যার জন্য ব্যাবিলনীয়রা কি ব্যবহার করতো?

উত্তর: ১০ - ভিত্তিক সংখ্যা


৫। প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

উত্তর: ৬০ ভিত্তিক


৬। আরবরা গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন কাদের কাছ থেকে?

উত্তর: ভারতীয়দের কাছ থেকে


৭। ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ব করেছিলো কত খ্রিস্টাব্দে?

উত্তর:  ৫০০ খ্রিস্টাব্দে


৮। কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই / আরবী বই রচনা করেন?

উত্তর: আল খোয়ারিজমি


৯। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি?

উত্তর:  ০ ও ১


১০। কোন সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয় না?

উত্তর: দশমিক

 

১১। কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?

 উত্তর: দশমিক

 

১২। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক কি?

উত্তর:    অঙ্ক


১৩। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে কয়টি?

উত্তর:  ১০ টি


১৪। পূর্ণ সংখ্যাকে কি বলা হয়?

উত্তর: Integer  / ইন্টিজার


১৫। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে কয়টি?

উত্তর:  ২ টি


১৬। বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন কোনটি?

উত্তর:  ০ ও ১


১৭। দশমিক পদ্ধতিতে ২ লেখার জন্য বাইনারিতে লিখতে হবে কত?

উত্তর:  ১০


১৮। বিদ্যুৎ প্রবাহ ২ ভোল্ড দিয়ে নির্দেশ করে কতো বিট?

উত্তর:  ১ বিট


১৯। বাইনারি সংখ্যা ১১ এর পরের সংখ্যাটি কত?

উত্তর:  ১০০


২০। কম্পিউটারের অভ্যন্তরীন কাজ হয় কোন পদ্ধতিতে?

উত্তর:  বাইনারি পদ্ধতিতে


২১। ০ ও ১ এ অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়?

উত্তর:  বিট


২২। বিট কি ধরনের একক?

উত্তর:  মৌলিক


২৩।  বাইনারি পদ্ধতিতে ১ এর বাইনারি পূরক কতো?

উত্তর:  ০ (শূন্য)


২৪। অকটাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অংক থাকে?

উত্তর: ৮টি

 

২৫। অকটাল সংখ্যা পদ্ধতিতে ৭ এর পরের সংখ্যা কত?

উত্তর:    ১০


২৬। অকটাল পদ্ধতিকে বাংলায় কি বলা হয়?

উত্তর:  অস্টমিক


২৭। কতটি চিহ্ন বা প্রতীক নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়?

উত্তর:  ১৬টি


২৮। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

উত্তর:  ১৬


২৯। ১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

উত্তর:  ৬টি


৩০।  ইংরেজি ভাষার জন্য যে সংকেতমালা ব্যবহার করা হয় তাকে কী বলে?

উত্তর:  আসকি কোড


৩১। আসকি সংকেতমালায় মোট  সংকেত সংখ্যা কত?

উত্তর:  ২৫৬ টি

 

৩২। ৮ বিট নিয়ে গঠিত কোন কোড?

উত্তর:  আসকি কোড


৩৩। চীনা ভাষায় কয়টি বর্ণ রয়েছে?

উত্তর:  ৮৫ টি


৩৪। ইউনিকোডে মোট কোডের সংখ্যা কতো?

উত্তর:  ৬৫৫৩৬


৩৫। বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম কি?

উত্তর: বিট

 

৩৬। এক বাইটে কত বিট থাকে?

অথবা, সাধারণত কয়টি বিট দিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়?

উত্তর:   ৮টি


৩৭। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে কি বলে?

উত্তর:  বাইট


৩৮। বিসিডি কোড কয়টি বিট দিয়ে তৈরি হয়?

উত্তর:  ৪ টি


৩৯। জর্জবুল কত সালে বুলিয়ান এ্যালজাবরার উদ্ভাবন করেন?

উত্তর:  ১৮৫৪ সালে


৪০। বুলিয়ান এ্যালজাবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?

উত্তর:  ২টি


৪১। মৌলিক লজিক গেট কত প্রকার?

উত্তর:  ৩ প্রকার


৪২। মৌলিক গেট কয়টি?

অথবা, কম্পিউটারে কয় ধরনের মৌলিক লজিক গেট ব্যবহৃত হয়?

উত্তর:  তিন ধরণের


৪৩। O|R, AND এবং NOT এই তিনটিকে কি গেট বলা হয়?

উত্তর:  মৌলিক গেট


৪৪। নর গেটের ইনপুট কয়টি থাকে?

উত্তর: ১টি

 

৪৫। শুধুমাত্র একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেটে?

উত্তর:   NOT গেটে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *