ইনপুট ডিভাইস কাকে বলে
যেসব পেরিফেরালস বা যন্ত্রপাতিসমূহ ব্যবহার করে কম্পিউটারকে ডেটা প্রদান ও প্রক্রিয়াকরণের জন্য কাজের নির্দেশ প্রদান করা হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলা হয়।
কয়েকটি ইনপুট ডিভাইসের নাম:
১। কীবোর্ড
২। মাউস
৩। মাইক্রোফোন
৪। স্ক্যানার
৫। মডেম
৬। গ্রাফিক্স ট্যাবলেট
৭। ওএমআর
৮। ওসিআর
৯। লাইটপেন
১০। টাচিস্ক্রিন
১১। ট্র্যাকবল
১২। ট্যাকপ্যাড ইত্যাদি।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions