Home » » কী-বোর্ডের বিশেষ কী সমূহ

কী-বোর্ডের বিশেষ কী সমূহ

কী-বোর্ডের বিশেষ কী সমূহ

 

Windows (উইন্ডোজ) কী: উইন্ডোজ কী চাপলে স্টার্ট মেনু প্রদর্শিত হয়। এছাড়া এই কী এর সাথে অন্যান্য ফাংশন কী যুক্ত করে কমান্ড প্রয়োগ করা হয়।


Esc (স্কেপ) কী : Esc হলো Escape এর সংক্ষিপ্ত রূপ। স্কেপ কী এর কাজ হলো কোনো কাজকে বা নির্দেশকে, মেনু, ডায়ালগ বক্স ইত্যাদি বাতিল করে দেয়া।


Ctrl (কন্ট্রোল) কী : Ctrl হলো Control এর সংক্ষিপ্ত রূপ। কন্ট্রোল কী এর কাজ হলো অন্য কী এর সাথে একত্রে চাপ দিয়ে কোনো প্রোগ্রাম অথবা নির্দেশনা কার্যকারিতা নিয়ন্ত্রণ করা।


Alt (অল্টার) কী: Alt এর পূর্ণরূপ হলো Alter, অল্টার কী বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রূপে কাজ করে। Ctrl,Alt এবং Del  এই কী গুলোর সমন্বয়ে কম্পিউটার রিস্টার্ট করা সহ আরো অনেক কিবোর্ড কমান্ড প্রয়োগ করা যায়।


Pause / Break (পস / ব্রেক) কী:  কম্পিউটারে কোনো নির্দেশ বা প্রোগ্রাম চলাকালীন এ কী চাপ দিলে ঐ নির্দেশ চালু অবস্থায় থামানো যায়।


Scroll Lock (স্ক্রল লক) কী :  কম্পিউটারের স্ক্রিন বা মনিটরে কোনো ডেটা ইনফরমেশন দেখার জন্য নির্দেশ দিলে ঐ ডেটা বা তথ্য মনিটরে দেখাবে। কিন্তু ডেটা / লেখাগুলো একস্ক্রিনে সংকুলান না হলে অতি দ্রুত স্ক্রল হয়ে চলে যায়, এক্ষেত্রে স্ক্রল লক কী চাপ দিয়ে স্ক্রিনে স্ক্রল থামানো যায়।

 

Print Screen (প্রিন্ট স্ক্রীন) কী: এ কী ব্যবহার করে স্ক্রিনে প্রদর্শিত লেখা বা ছবিকে প্রিন্ট করা যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *