কিবোর্ডের ফাংশন কী (Function Key)
F1 থেকে F12 পর্যন্ত কী বা বাটন গুলোকে ফাংশন কী বলা হয়।
কিবোর্ডের ফাংশন কী গুলোর কাজ হলো তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য এ কী গুলো ব্যবহৃত হয়। কখনো কোনো একক কী এর মাধ্যমে কমান্ড প্রয়োজ করা হয় আবার কখনো কীবোর্ডের অন্য কী গুলোর সমন্বয়ে ফাংশন কী একত্রে ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা হয়।
সাধারণত F1 কী প্রোগ্রামের Help কী হিসেবে ব্যবহৃত হয়। অন্যান্য ফাংশন কী এর কাজ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: বেসিক প্রোগ্রামিং এ F5 কী চাপ দিয়ে প্রোগ্রাম নির্বাহ (Run) করা যায়, সি-প্রোগ্রামিং এ Alt+F5 ফাংশন কী চাপ দিয়ে প্রোগ্রামের আউটলুক স্ক্রিনে প্রদর্শন করা যায়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions