সাটা হার্ড ডিস্ক কি
সিরিয়াল আটা বা সাটার (SATA) পুরো অর্থ হলো সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট ড্রাইভ (Serial Advance Technology Attachment Drive)। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে:
১। SATA ড্রাইভগুলো সাধারণত ৭ পিনের হয়ে থাকে। এদের মধ্যে ডেটা প্রেরণ ও গ্রহণের জন্য ৪ পিন দুইটি জোড়ায় থাকে এবং বাকি ৩ পিন গ্রাউন্ডেড অবস্থায় থাকে।
২। SATA ড্রাইভগুলো সাধারণত 300MB/Sec ট্রান্সফার রেট প্রদান করে।
৩। এটি ডেটাকে বিটের পর বিট আকারে প্রেরণ করে।
৪। SATA হার্ডডিস্কগুলোকে সংযুক্ত করার জন্য SATA ক্যাবল ব্যবহার করা হয়। একটি সাটা ক্যাবলে শুধু একটি ড্রাইভই সংযুক্ত করা যায়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions