সংখ্যা পদ্ধতির বেজ কি
কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হচ্ছে ঐ পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন: দশমিক পদ্ধতির ভিত্তি বা বেজ হলো ১০। কারণ এ পদ্ধতিতে মোট দশটি মৌলিক চিহ্ন আছে। যথা: 0,1,2,3,4,5,6,7,8 ও 9। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিতের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:
১। দশমিক বা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
২। বাইনারি বা ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
৩। অক্ট্যাল বা ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
৪। হেক্সাডেসিমাল বা ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
সধারণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে n বেজ সংখ্যা পদ্ধতিও বলা হয়। যেখানে n হলো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত। n বেজ সংখ্যা পদ্ধতিতে 0 সহ মোট n টি চিহ্ন ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions