ভিস্যাট কি
Very Small Aperture Terminal এর সংক্ষিপ্ত রূপ হলো VSAT (ভিস্যাট)। এর একটি ছোট এন্টেনা থাকে যা ০.৮ থেকে ২.৪ মিটার ব্যাস। যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম বা কেবল অর্থাৎ তারের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা কঠিন, সেসব অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদান করার জন্য উত্তম পন্থা হলো ভিস্যাট।
ভিস্যাট দ্বিমুখী ভূ-উপগ্রহ কেন্দ্র হিসেবে কাজ করে। ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ভিস্যাট ব্যবহার করা হয়। ভিস্যাট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান প্রদানের জন্য। ১৯৮৫ সালে শ্লুমবার্গার (Schlumberger) তৈল গবেষণা কেন্দ্র এবং হিউস অ্যারোস্পেস (Hughes Aerospace) একসাথে পৃথিবীর প্রথম ভিস্যাট তৈরি করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions