ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে www বা শুধুমাত্র ওয়েব নামেও অভিহিত করা হয়।
ওয়েব বলতে আমরা বুঝি একটি বৃহৎ সিস্টেমকে যা অনেকগুলো ওয়েব সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট ফাইল, ছবি, শব্দ বা অন্য কোনো ফরমেটের ডেটা। এ সকল তথ্য ব্যবহার করতে হলে ইউজারকে একটি ক্লায়েন্ট বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যা ব্রাউজার নামে পরিচিত।
বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে এমন কতিপয় ব্রাউজারগুলো হচ্ছে: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ (প্রাক্তন ইন্টারনেট এক্সপ্লোরার), অপেরা, ব্রেভ বাউজার ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions