Home » » সিনক্রোনাস ও এসিনক্রোনাস এর পার্থক্য

সিনক্রোনাস ও এসিনক্রোনাস এর পার্থক্য

সিনক্রোনাস ও এসিনক্রোনাস এর পার্থক্য

সিনক্রোনাস:

১। যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লকবা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিট বলা হয়।

২। সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেয়া হয়।

৩। এ সিস্টেমে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয়।

৪। প্রতিটি ব্লকের মাঝের বিরতি সমান হয়ে থাকে।

৫। এ ধরনের ট্রান্সমিশনের দক্ষতা বেশি।

৬। এখানে তুলনামূলকভাবে সময় কম লাগে।

৭। এ ট্রান্সমিশন পদ্ধতিতে Start ও ‍Stop বিটের প্রয়োজন হয় না।


এসিনক্রোনাস:

১। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করা হয় তাকে এসিনক্রোনাস ট্রান্সমিট বলে।

২। এসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজ হয় না।

৩। এ সিস্টেমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়।

৪। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝের বিরতি সময় সমান হয় না।

৫। এ ধরনের ট্রান্সমিশনে দক্ষতা কম।

৬। পুরো ডেটা ট্রান্সমিশন হতে তুলনামূলক সময় বেশি লাগে।

৭। এ ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে Start বিট ও শেষে Stop বিট প্রয়োজন হয়।


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*