আইসোক্রোনাস ট্রান্সমিশন কি
(Isochronous Transmission)
আইসোক্রোনাস ট্রান্সমিশনকে সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত সংস্করণ বা ভার্সনও বলা যেতে পারে। এতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে (Delay) সর্বনিম্ন রাখা হয়। অর্থাৎ পর পর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করবার চেষ্টা করা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা ট্রান্সফারে এ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।
আবার নেটওয়ার্কের লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করেও ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ও
২। প্যারালাল ডেটা ট্রান্সমিশন
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions