Home » » দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য

(Second Generation Mobile Phone- 2G)

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। যথা:

১। ভয়েসকে নয়েজ মুক্ত করা।

২। ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়।

৩। উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়।

৪। সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো FDMA, TDMA, CDMA,

৫। মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন।

৬। সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।

৭। সীমিতমাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।

৮। মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল রূপান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়।

৯। এমএমএস এবং এসএমএস সেবা কার্যক্রম চালু হয়।

১০। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে।

উদাহরণ: জিএসএম ৯০০, জিএসএমআর, ডিজিটাল এএমপিএস (ডি-এএমপিএস) ইত্যাদি।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *