প্রথম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক কেমন
(First Generation Mobile Network)
১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করা হয়। প্রথম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। যথা:
১। এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
২। সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো FDMA
৩। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
৪। এতে মাইক্রোপ্রসেসর এবং সেমি-কন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হতো।
৫। একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই।
এডভান্স মোবাইল ফোন সিস্টেম, নর্ডিক মোবাইল টেলিফোন ইত্যাদি হলো প্রথম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions