Alamin Computer Training Center Logo
Home » » সিডিএমএ কি

সিডিএমএ কি

সিডিএমএ কি

(CDMA)

সিডিএমএ (CDMA) এর পূর্ণরূপ হলো কোড ডিভিশন মাল্টিপল এক্সেস (Code Division Multiple Access)। 

কোয়ালকম আবিষ্কৃত সিডিএমএ একটি এডভান্স ডিজিটাল ওয়্যারলেস প্রযুক্তি। ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিত লাভ করে। সিডিএমএ যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম (Spread Spectrum) বলে। এই প্রযুক্তিতে প্রতিটি কল বা ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয়। এই কোড শুধুমাত্র রিসিভারপ্রান্তে পুনরুদ্ধার সম্ভব। রিসিভার প্রান্তে অন্য যে কোনো কোড নয়েজ হিসেবে বিবেচিত হয়। সিডিএমএ-র জন্য IS-95A স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। বাংলাদেশে সিটিসেল কোম্পানী সিডিএম প্রযুক্তি ব্যবহার করেছিল।


সিডিএমএ এর সুবিধাসমূহ:

১। ট্রান্সমিশন পাওয়ার খুবই কম। তাই কথা বলার সময় রেডিয়েশন কম হয়।

২। যেহেতু সিডিএমএ সিস্টেমে কম পাওয়ার দরকার হয় সেহেতু ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রীণ ফোনও বলা হয়।

৩। এডভান্সড সফট সুইচিং প্রযুক্তি ব্যবহৃত হয় সিডিএমএ -তে।

৪। ভয়েস কলের মান অপেক্ষাকৃত ভাল অন্যান্য প্রযুক্তির চেয়ে। নয়েজ (Noise) প্রায় নেই বললেই চলে। ব্যাপক নয়েজের ক্ষেত্রেও অপেক্ষাকৃত ভাল মানের ভয়েস কল পাওয়া যায়।

৫। সিডিএমএ অপেক্ষাকৃত কম ব্যান্ডউইডথ ব্যবহার করে। একই ব্যান্ডউইডথে সিডিএমএ সিস্টেম জিএসএম সিস্টেম অপেক্ষা ৪ থেকে ৫গুণ বেশি ধারণক্ষম।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *