Home » » জিএসএম কি?

জিএসএম কি?

জিএসএম কি

(GSM)

Global System for Mobile Communication এর সংক্ষিপ্ত রূপ হলো GSM, মোবাইল তথ্যসঞ্চারের বিশ্বব্যাপী ব্যবস্থা জিএসএম হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।

জিএসএম অ্যাসোসিয়েশন এর দেয়া তথ্য মতে বিশ্বের মোবাইল বাজারের ৮০ শতাংশ এই স্টান্ডার্ডটি গ্রহণ করছে। বিশ্বের ২১২টি দেশের ১.৫ বিলিয়নেরও বেশি লোক এই স্ট্যান্ডার্ডটি ব্যবহার করছে।

জিএসএম হচ্ছে FDMA এবং TDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। জিএসএম এর প্রাথমিক সার্ভিসের লক্ষ্য হচ্ছে উঁচুমানের ডিজিটাল ভয়েস ট্রান্সমিশণ নিশ্চিত করা। তাছাড়া জিএসএম এর একটি অন্যতম জনপ্রিয় সার্ভিস এর নাম এসএমএস SMS (Short Message Service)। মেসেজ ট্রান্সফার সার্ভিসে সর্বোচ্চ ১৬০টি অক্ষর ব্যবহার করা যায়। সম্প্রতি আমাদের দেশে এমএমএস (MMS- Multimedia Message Service) চালু হয়েছে। এমএমএস দ্বারা ছবি বা ইমেজ পাঠানো যায়। বাংলাদেশের গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল জিএসএম প্রযুক্তি ব্যবহার করে।


জিএসএম এর সুবিধা:

১। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়াক হলো মোবাইল নেটওয়ার্ক যা ২১৮টি দেশে ব্যবহৃত হয়। কাজেই আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যায়।

২। অধিক দক্ষ এবং কার্যকর ফ্রিকোয়েন্সি।

৩। ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা অর্থাৎ কম ফ্রিকোয়েন্সিতে অসুবিধা হলে ফ্রিকোয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। ভবনের ভিতরে সিগন্যালের অবনতি অপেক্ষাকৃত কম হয়।

৪। উচ্চ গুণগত মান সম্পন্ন অবিচ্ছিন্ন ট্রান্সমিশন।

৫। জিপিআরএস ও এডজ সুবিধা প্রদান করে।

৬। নিরাপদ ডেটা এনক্রিপশন ও উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা।

৭। সারাবিশ্বে গ্রাহকদের এক বিরাট অংশ জিএসএম ব্যবহারকারী বিধায় হ্যান্ডসেট প্রস্ততকারক, সরবরাহকারী এবং প্রান্তিক ব্যবহারকারীদের জন্য বৈশ্বিকভাবে অপেক্ষাকৃত ভাল নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারেন।

৩। তৃতীয়/চতুর্থ/পঞ্চম প্রজন্মের মোবাইল টেকনোলজির উপযোগী করে ডিজাইন করা যায়।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *