Home » » সেল সিগন্যাল এনকোডিং কি

সেল সিগন্যাল এনকোডিং কি

সেল সিগন্যাল এনকোডিং কি

(Cell Signal Encoding)

এনকোডিং পদ্ধতির সাহায্যে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যালসমূহকে পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল এনকোডিং বলে।

বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যালসমূহকে পৃথক করতে FDMA (Frequency division multiple access) এবং CDMA (Code division multiple access) প্রযুক্তি ব্যবহার করা হয়। মাল্টিপ্লেক্সিং এর অন্যান্য পদ্ধতিতে যেমন: PDMA (Polarizaion division multiple access) এবং TDMA (Time division multiple access) এক সেল থেকে অন্য সেলে সিগন্যাল আলাদা করা যায় না। তথাপি, একক সেলের কাভারেজ অঞ্চলের মধ্যে বহু সংখ্যক চ্যানেল প্রদান করতে TDMA কে বিভিন্ন সিস্টেমে FDMA বা CDMA এর সাথে সম্মিলিতভাবে ব্যবহার করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *