if ফাংশনের গঠন
এ সূত্রটির সাহায্যে কোন শর্তারোপ করে শর্তের ভিত্তিতে ফলাফল প্রদর্শন করা যায়। শর্ত যদি সত্য হয় তাহলে সূত্রটি X ঘরের তথ্যাবলি প্রকাশ করে আর শর্তটি যদি মিথ্যা হয় তাহলে Y ঘরের তথ্যাবলি প্রকাশ করে।
if ফাংশনের গঠন:
=if(logical_test,[value_if_true],[value_if_false])
উদাহরণ:
মনে করি একটি এক্সেল ওয়ার্কশিটের A2 সেলে নির্দিষ্ট কোন সংখ্যা/মার্ক লেখা আছে।
=if((a2>33,"Pass","Fail") এ সূত্রটি ওয়ার্কশিটের B2 তে লিখে এন্টার দিলে যদি A2 সেলে ৩৩ এর বেশি সংখ্যা থাকে তাহলে B2 তে Pass লেখা দেখাবে, আর যদি এর চেয়ে কম থাকে তাহলে Fail দেখাবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions