লজিক্যাল ফাংশনের কাজ কি
লজিক্যাল ফাংশন (Logical Functions) :
মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশীটে বিভিন্ন ধরনের শর্ত বা যুক্তিমূলক কাজ করার জন্য লজিক্যাল ফাংশন ব্যবহৃত হয়। ওয়ার্কশীটে বিভিন্ন ধরনের যৌক্তিক কার্যক্রম; যেমন - সত্য, মিথ্যা, ছোট, বড় প্রভৃতি তুলনামূলক কাজের সাপেক্ষে কোন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লজিক্যাল ফাংশন প্রয়োজন হয়। সকল লজিক্যাল ফাংশন এক বা একাধিক শর্তের ভিত্তিতে কাজে করে। সকল লজিক্যাল ফাংশনের ফলাফল সত্য কিংবা মিথ্যা ভিন্ন অন্য কিছু হয় না। শর্ত বা শর্তসমূহের মান সত্য হলে ফাংশনের ফল এক হয় আর শর্তের মান মিথ্যা হলে ফাংশনের ফল অন্য হয়। প্রায় সবগুলো লজিক্যাল ফাংশনে =IF (...... ) ফাংশন ব্যবহৃত হয়। এক্সেলে বিভিন্ন ধরনের যুক্তিগত বা লজিক্যাল ফাংশন রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের গণনা বা পরিমাণের কাজ করা যায় এবং ওয়ার্কশিটের সেলে বিশেষ কোন ফলাফল প্রদর্শণ করা যায়। এ সকল সূত্র নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করে। যেমন: =if(condition, x, y) একটি লজিক্যাল ফাংশন। এছাড়া আরে আছে AND, OR, NOT, TRUE, FALSE ইত্যাদি।
উদাহরণ : =IF(B3>33,"Pass", "Fail")
ব্যাখ্যা : এ সূত্রটি যে সেলে (এখানে B3) লিখে এন্টার কী চাপা হবে সেই সেলের মান যদি 33 অপেক্ষা বড় হয় তবে ফলাফল Pass লেখা দেখাবে; অন্যথায় ফলাফল Fail দেখাবে।
=IF(......) ফাংশন ব্যবহারের ফরম্যাট হলো :
= IF (Condition, Output1, Output2), ....IF(....
সুতরাং লজিক্যাল ফাংশন বুঝতে হলে =IF(......) ফাংশনের ব্যবহার জানা দরকার। এক বা একাধিক শর্ত সাপেক্ষে কোন সিদ্ধামত্ম গ্রহণের জন্য =IF (...... ) ফাংশন ব্যবহৃত হয়। যদি শর্তের মান সত্য হয় তাহলে সূত্রটি Output1 -এ বর্ণিত তথ্যাবলি কার্যকর হয়। আর যদি শর্তের মান মিথ্যা হয় তাহলে Output2 -এ বর্ণিত তথ্যাবলি কার্যকর হয়।
=IF(....) সূত্রে বর্ণিত শর্তে নিচের রিলেশনাল (>, <. >=, <=, ইত্যাদি) বা লজিক্যাল (OR, AND, NOT) অপারেটরগুলো ব্যবহৃত হয়। নিচে এ অপারেটরগুলোর ব্যাখ্যা দেয়া হলো।
= সমান অর্থে
> বড় অর্থে
>= বড় বা সমান অর্থে
< ছোট অর্থে
<= ছোট বা সমান অর্থে
< > অসমান অর্থে ব্যবহৃত হয়।
AND একাধিক শর্তের ক্ষেত্রে প্রতিটি শর্তই সত্য হলে ফলাফল সত্য হয়, অন্যথায় মিথ্যা হয়।
OR একাধিক শর্তের ক্ষেত্রে যে কোন একটি শর্ত সত্য হলে ফলাফল সত্য হয়, অন্যথায় মিথ্যা হয়।
NOT শর্তের মান সত্য হলে ফলাফল মিথ্যা হয়, আর শর্তের মান ম্যিথা হলে ফলাফল সত্য হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions