sum ফাংশনের গঠন দেখাও
মাইক্রোসফট এক্সেলে অঙ্কের এ সূত্রটি দ্বারা কোন নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করা হয়।
sum ফাংশনের গঠন হলো: =sum(range) বা sum(list) বা =sum(1st cell address:last cell address)
মনে করি যেকোন একটি এক্সেল ওয়ার্কশিটের B2 থেকে B5 পর্যন্ত সেলের সংখ্যাগুলোর যোগফল বের করব। তাহলে সেল পয়েন্টারকে B6 এর ঘরে/সেলে রেখে সাম এর ফর্মূলা টাইপ করতে হবে। যেমন =sum(b2:b5) এই ফমূলা টাইপ করে কিবোর্ড থেকে এন্টার (Enter) বাটন চাপ দিলে B6 সেলে ফলাফল পাওয়া যাবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions