সুপারস্ক্রিপ্ট কি
(Superscript)
অনেক সময় কোন কোন অক্ষরকে একটিু উপরে লেখার প্রয়োজন হয়, একে সুপারস্ক্রিপ্ট বলা হয়। যেমন: a²+b², এখানে a এর পর যে 2 বা স্কয়ার এটিই হলো সুপারস্ক্রিপ্ট।
সাবস্ক্রিপ্ট
অনেক সময় কোন কোন অক্ষরকে একটু নিচে লেখার প্রয়োজন হয়। একে সাবস্ক্রিপ্ট বলে। যেমন: C₂H₅ এখানে C এর পর যে 2 এটিই হলো সাবস্ক্রিপ্ট। বা H এর পর যে 5 এটিও সাবস্ক্রিপ্ট।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions