লোকাল এরিয়া নেটওয়ার্ক
সাধারণত ১০কি.মি বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্যকোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
এটি সাধারণত স্কুল কলেজ ক্যাম্পাসে, কোন বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোন ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারেন সেজন্য ব্যবহার করা হয়। এছাড়া ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, বৈদ্যুতিক মেইলিং সিস্টেমের জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর টোপোলজি সাধারণত স্টার, রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড হয়ে থাকে। এর ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কো-ইউটিপি ক্যাবল, অক্সিয়াল ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।
ইথারনেট কো-অক্সিয়াল ১০বেজ২ ক্যাবল নামে যে কো-অক্সিয়াল ক্যাবলটি বাজারে প্রচলিত আছে তার দ্বারা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সর্বোচ্চ ১৮৫ মিটার এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক এ সর্বোচ্চ ৪টি রিপিটার স্টেশন ব্যবহার করা যায়।
নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions