ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়। এই সংযোগকৃত কম্পিউটারগুলোকে ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট বলে।
সার্ভার ক্লায়েন্টকে সেবা প্রদান করে। বিভিন্ন ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন থেকে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভারের রিসোর্স শেয়ার করতে পারে। অর্থাৎ একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভার থেকে ডেটা ফাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে। এই পদ্ধতির নেটওয়ার্কিং এর জন্য সার্ভার কম্পিউটারে নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রয়োজন হয়।
নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য উদাহরণ হলো উইন্ডোজ এনটি/২০০০ সার্ভার, ওএস/২ সার্ভার, ইউনিক্স বা লিনাক্স সার্ভার ইত্যাদি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে ডেটা সুরক্ষিত রাখে এবং ডেটার নিরাপত্তা প্রদান করে, সেই সাথে নেটওয়ার্কের সাথে সংযোগকৃত রিসোর্স (যেমন: প্রিন্টার, স্ক্যানার বা এ জাতীয় ডিভাইস) নেটওয়ার্কের সাথে শেয়ার করে কাজ করার সুযোগ লাভ করে। এই পদ্ধতিতে নেটওয়ার্কে কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions