পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক পদ্ধতিতে নির্দিষ্ট কোন সার্ভার থাকে না। এতে সংযুক্ত সকল কম্পিউটারই এই প্রোটকল অনুসরণে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে।
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা -
১। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সেটআপ খুব সহজ।
২। ব্যবহারকারী যে কোন রিসোর্স ভাগাভাগি করতে পারেন।
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধা -
১। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল।
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
৩। একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া অসুবিধা।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions