তথ্য কি
তথ্য এর ইংরেজি শব্দ হলো ইনফরমেশন (Information)। অর্থাৎ ইনফরমেশন এর আভিধানিক অর্থ হলো তথ্য। ‘তথ্য’ (information) সম্পর্কে বলার আগে এর সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত আরেকটি পদবাচ্য ‘উপাত্ত’ (data) সম্বন্ধে কিছু কথা বলা দরকার। উপাত্ত থেকেই তথ্যের উদ্ভব। উপাত্ত হলো অবিশ্লেষিত সংখ্যা ও ঘটনা। অনেকে উপাত্তকে ‘কাঁচা সংখ্যা ও ঘটনা’ (raw numbers and facts) বলেও অভিহিত করে থাকেন। কেউ কেউ বলেন “data are raw figures and facts”। আসল কথা হলো: যে কোনো সংখ্যাই উপাত্ত, যদি তা বিশ্লেষণ (analysis) করা না হয়ে থাকে। যেমন, ব্যবস্থাপনা বিভাগে প্রতি কোর্সে প্রতি সেমিস্টারে প্রতি সেকশনে ছাত্র সংখ্যা ১০০। শিক্ষক ৩০ জন। এগুলো সবই উপাত্ত। উপাত্তের আরেকটি উদাহরণ: একটি গার্মেন্টস ফ্যাক্টরির ৩০টি সেলাই মেশিন আছে, প্রতিটি মেশিনের দৈনিক ১০০টি শার্ট সেলাই করার ক্ষমতা আছে, বর্তমান ও পূর্বানুমানকৃত চাহিদা হলো দৈনিক ৩০০ ইউনিট শার্ট- এগুলো উপাত্ত।
পক্ষান্তরে, তথ্য হলো ঐসব উপাত্ত যেগুলো অর্থবহ করে উপস্থাপন করা হয়। উপাত্তকে যখন অর্থবহ আকারে সংগঠিত বা বিশ্লেষণ করা হয়, তখন তা তথ্য হিসেবে পরিচিত হয়। Stoner-এর ভাষায়: “Information results when data are organized or analysed in some meaningul way”। ওপরে উলিস্নখিত ব্যবস্থাপনা বিভাগের উদাহরণটির আলোকে উপাত্তগুলোকে বিশেস্নষণ করে বলা যায় যে, একজন শিক্ষকের জন্য প্রতিটি শ্রেণিকক্ষে উপস্থিত ছাত্র সংখ্যা অত্যমত্ম বেশি; সীমিত আসন বিশিষ্ট কক্ষের জন্য ছাত্র সংখ্যা অতিরিক্ত; গড়ে শিক্ষক-ছাত্রের অনুপাত (১:৩৩) কাম্য পর্যায়ে থাকলেও ক্লাস প্রতি অনুপাত অসহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্লেষিত এ উপাত্তগুলো হলো তথ্য। Eliahu Hoffman যথার্থই বলেছেন: Information is an aggregate of statements, of facts or figures which are conceptually (by way of reasoning, logic, ideas or any other mental mode of operation) interrelated.
পরিশেষে বলা যায়, মূলত তথ্য হলো প্রক্রিয়াকৃত উপাত্ত যা অর্থপূর্ণ অর্থাৎ ডাটাকে প্রক্রিয়া করার পর অর্থবহ ও সংগঠিত উপস্থাপনাকেই বলা হয় তথ্য।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions