ভিডিও কনফারেন্সিং কি
(Video Conferencing)
টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।
টেলিকনফারেন্সিং এর মতই ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা কথোপকথন করতে পারে। অধিকন্তু ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে।
অর্থাৎ রিমোর্ট লোকেশনে লাইভ (Live) ভিডিও ও অডিও এর মাধ্যমে যোগাযোগ করার এক অত্যাধুনিক পদ্ধতিকে ভিডিও কনফারেন্সিং (Video Conferencing) বলা হয়।
Video Phone এবং Video Chating এর পদ্ধতিও Video Conferencing এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ক্ষেত্রে দুই প্রান্তের দুইজন ব্যবহারকারী একই বা কম্প্যাটিবল্ (Compatible) ব্যবহার করে যোগাযোগ করে থাকে।
এছাড়াও Multi-point Video Conference এ একটি মাল্টিপয়েন্ট কনেট্রাল ইউনিট (A multi-point control unit- MCU) এর দরকার হয় যা বিভিন্ন Video ও Audio streams কে একত্রিত করে। এখানে অংশগ্রহণকারী Client কে Endpoint বলা হয়। এটা হতে পারে একটা Software Program অথবা একটা বিশেষ Hardware Device। Software Endpoint গুলোর প্রয়োজন হয় পৃথক পৃথক Web Cams। এই Cams এর কাজ হলো Video পাঠানো। অনেক User দের প্রয়োজন হয় Microphone এবং Handset যার মাধ্যমে ভয়েস (Voice) পাঠানো হয়।
ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত প্রযুক্তি
১. ওয়েব ক্যামেরা- (Web Camera to Contribute Video)
২. লাউড স্পিকার- (Loud Speaker to Hair Audio)
৩. মাইক্রোফোন- (Microphone to Contribute Audio)
৪. কম্পিউটার সিস্টেম- (Computer System)
৫. ইন্টারনেট সংযোগ- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা প্রেরণ ও গ্রহণ করা- (Internet Connection)
৬. মূল্যবান যন্ত্রাদি- (Example: Polycom)- যা অডিও ভিডিও ব্যবহার করে একই সময়ে অনলাইনের ক্লাসগুলিকে কার্যকরী রেখে বিভিন্ন দিকে (Mutiple Sites) থেকে কার্য-সম্পাদন করে থাকে।
৭. ব্রাউজার- (Browser)।
ভিডিও কনফারেন্সিং-এর প্রয়োজনীয়তা
১. ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত Software গুলো সহজইে ফ্রি ডাউনলোড করা যায় এবং সেটা ব্যবহৃত হতে পারে ইন্টারনেটের ভায়া হয়ে শ্রেণিকক্ষে (Virtual Class) লার্নাদের সংযোজন (Connect) করার জন্য, ইন্সট্রাক্টর অথবা গেস্ট স্পিকারের সংযোগ করার জন্য এতে দেখা ও শোনা উভয়ই সম্ভব।
২. পৃথিবীর প্রতিটি লার্নারকে Synchronous Learning অভিজ্ঞতায় অংশগ্রহণ করতে সক্ষম করে। Worldএর যে কোন লোকেশন থেকে।
৩. গেস্ট স্পিকারের জন্য ইহা খুবই কার্যকরী ভূমিকা রাখে। কারণ সে F2F Class Location থেকে বহু দূরে থাকতে পারে অথবা এমন অনেক লার্নার আছে যারা F2F এ উপস্থিত হতে পারে না। তাদেরকে ভার্চুয়াল শ্রেণিকক্ষে নিয়ে আসার জন্য এটি প্রয়োজন হয়।
৪. ভিডিও কনফারেন্সিং ব্যবহার করা যেতে পারে Website-এর কোর্সগুলোর Podcast বা Vodcast Record করার জন্য। যেমন- Hybrid শ্রেণিকক্ষের জন্য, সম্পূর্ণ Online শ্রেণিকক্ষের জন্য বা Web-enhanced এর জন্য।
৫. ইহা Virtual Field Trip এর মাধ্যমে Remote location এ লার্নারদের নিতে সক্ষম, অথবা তাদেরকে Interactive Lesson এ অন্তর্ভুক্ত/ব্যসত্ম রাখতে সহায়তা করে। ইহা পৃথক বা ভিন্ন সমাজের Isolated Community লার্নারদের শেখাতে সাহায্য করে।
ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রোটোকল
Video Conferencing এর জন্য বিভিন্ন ধরনের Standard Protocols ব্যবহার/অনুরসণ করা হয়, যা নিম্নে উল্লেখ করা হলো-
1. Hardware-based protocol- ISDN endpoints use H/320.
2. Internet and often uses H.323 Internet 2.
3. Session Initiated Protocols - VoIP.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions