ফাইল সিস্টেম কি
File Systems
ফাইল সিস্টেম হলো কম্পিউটারের বিভিন্ন ফাইল ও ডেটা ব্যবস্থাপনা এবং সংরক্ষনের পদ্ধতি। মাইক্রোসফট উইন্ডোজে আছে ২ ধরনের ফাইল সিস্টেম। যথা: FAT ও NTFS
ফ্যাট ফাইল সিস্টেম (FAT File System) :
এটি অপারেটিং সিস্টেম কর্তৃক তৈরিকৃত একটি টেবিল বা নিয়মতান্ত্রিক তালিকা বিশেষ। মাইক্রোসফট ১৯৭৭ সালে প্রথম FAT ডেপ্লয় করে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন বিভিন্ন ডিভাইসসহ ফ্লপি ও পোর্টেবল ড্রাইভে আজও এ সিস্টেম ব্যবহৃত হচ্ছে। FAT হচ্ছে মাইক্রোসফটের সহজতর একটি ফাইল ব্যবস্থাপনা পদ্ধতি। FAT সিস্টেম read-only, hidden, system এবং archive ফাইল সিস্টেমকে সাপোর্ট করে। FAT সিস্টেম ৩ ধরনের হতে পারে। যথা: FAT12, FAT16, FAT32,
FAT12: এটি ছিল FAT সিস্টেম এর প্রথম ভার্সন। সর্বোচ্চ 32এমবি ধারণক্ষমতার ফাইল এই সিস্টেম সাপোর্ট করে।
FAT16: এমএস-ডস ৪.০ থেকে উইন্ডোজ ৯৫ পর্যন্ত এটিই ছিল মাইক্রোসফটের প্রাথমিক ফাইল সিস্টেম। সর্বোচ্চ ২জিবি ধারণক্ষমতার ড্রাইভ এই সিস্টেম সাপোর্ট করে।
FAT32: FAT সিস্টেম এর সর্বশেষ সংস্করণ। সর্বোচ্চ ৮টিবি ধারণক্ষমতার ড্রাইভ এই সিস্টেম সাপোর্ট করে।
এনটিএফএস- NTFS (New Technology File System) :
সর্বোচ্চ ২৫৬টি.বি ধারনক্ষতার ড্রাইভ এই সিস্টেম সাপোর্ট করে। নতুন সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে প্রাইমারী ফাইল সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি। NTFS হলো একটি রিকভারযোগ্য ফাইল সিস্টেম। কারণ এই সিস্টেম প্রতিটি ফাইলের প্রতিটি ট্রানজেকশনকে ট্রাক রাখে। এই ফাইল সিস্টেমে ফাইল এনক্রিপশন করা যায়। ফাইল এনক্রিপশনের মাধ্যমে কোনো ফাইলকে অযাচিত ব্যবহারকারী হতে সুরক্ষা করা যায়। NTFS এ রয়েছে FAT16 ও FAT32 এর সকল ফিচার। এডভান্সড স্টোরেজ এর সুবিধা, কমপেরিজন, উন্নত সিকিউরিটি এবং বড় বড় পার্টিশন ও ফাইল সাজই ইত্যাদি সকল সুবিধা আছে NTFS ফাইল সিস্টেমে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions