Home » » কুয়েরি কি

কুয়েরি কি

কুয়েরি কি

(Query)

ডাটাবেজে ব্যাপক তথ্য সংগৃহীত থাকতে পারে। এই ব্যাপক আয়তনের তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড বা রেকর্ডসমূহ কোন শর্ত বা বৈশিষ্ট্যের ভিতিতে খুজে বের করাকে কুয়েরি বলা হয়। 

কুয়েরিতে Expression, Operator, Filter ইত্যাদি ব্যবহার করা হয়। যে সকল রেকর্ড শর্ত পূরণ করে সে রেকর্ডগুলোই কুয়েরির ফলাফল হিসেবে পাওয়া যাবে। যেমন: ধরা যাক, কোনো ডাটা টেবিলে City নামক একটি ফিল্ডে বিভিন্ন শহরের নাম আছে। এক্ষেত্রে যে সকল রেকর্ডের City ফিল্ডের মান "Dhaka" আছে, সে রেকর্ডগুলো কুয়েরি করার জন্য City = "Dhaka" এরকম এক্সপ্রেশন তৈরি করা যায়। কুয়েরিতে এক্সপ্রেশন তৈরি করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করতে হয়।

কুয়েরি বিভিন্ন প্রকার হতে পারে। যথা:

১। সিলেক্ট কুয়েরি (Select Query)

২। প্যারামিটার কুয়েরি (Parameter Query)

৩। ক্রসট্যাব কুয়েরি (Crosstab Query)

৪। এ্যাকশন কুয়েরি (Action Query) ইত্যাদি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*