Home » » এসকিউএল কি

এসকিউএল কি

 এসকিউএল কি

(SQL)

এসকিউএল (SQL) এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডাটা ম্যানিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য এসকিউএল হচ্ছে একটি হাতিয়ার। অতীতে এসকিউএল কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে এসকিউএল ব্যবহার শুরু হয়েছে। এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়। অধিকাংশ এসকিউএল স্টেটমেন্ট ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। এসকিউএল কুয়েরি প্রয়োগ করার জন্য এসকিউএল উইন্ডো ওপেন করে নিতে হয়। 

১৯৭৫ সালে IBM (International Business Machine) এর Research Center এ এসকিউএল তৈরি করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*