Home » » উচ্চস্তরের ভাষা কত প্রকার

উচ্চস্তরের ভাষা কত প্রকার

উচ্চস্তরের ভাষা কত প্রকার

পঁচিশ (২৫) টি বা তারও বেশি উচ্চস্তরের ভাষা রয়েছে। এগুলোর মধ্যে প্রধান কিছু ভাষা হলো: অ্যালগল, কোবল, পিএল/১, এপিএল, লোগো, লিস্প, সি, প্রোলগ, ফোর্থ, ফোরট্রান, প্যাস্কাল এবং বেসিক। এগুলোর সবই মূলত উচ্চস্তরের ভাষার নাম।

তবে উচ্চস্তরের ভাষা আসলে ২ প্রকার।

যথা: 

১। সাধারণ কাজের ভাষা।

২। বিশেষ কাজের ভাষা।

 

সাধারণ কাজের ভাষা

যে ভাষা সব ধরেনের কাজের উপযোগী তাকে বলে সাধারণ কাজের ভাষা। যেমন: বেসিক, প্যাস্কাল, সি ইত্যাদি।

 

বিশেষ কাজের ভাষা

যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজের উপযোগী তাকে বলা হয় বিশেষ কাজের ভাষা। যেমন: কোবল, লিস্প, ফোরট্রান ইত্যাদি।

বিশেষ কাজের উচ্চস্তরের ভাষাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা:

১। বাণিজ্যিক প্রয়োগের ভাষা

২। বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা

৩। বিশেষ প্রয়োগের ভাষা

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *