পজিশনাল সংখ্যা পদ্ধতি কি
বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার হয়। যথা:
১। সংখ্যাটিতে ব্যবহৃত অংকগুলোর নিজস্ব মান।
২। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত।
৩। সংখ্যাটিতে ব্যবহৃত অংকগুলোর অবস্থান বা স্থানীয় মান।
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট (.) দিয়ে পূর্ণাংশ (Integer) ও ভগ্নাংশ এ দু’ অংশে ভাগ করা হয়। যেমন: ৭৮৬.৫৪। এখানে ৭৮৬ পূর্ণাংশ, (.) র্যাডিক্স পয়েন্ট ও .৫৪ ভগ্নাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions