ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষন
কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। সিডি, পেনড্রাইভ বা অন্য কোনোভাবে ভাইরাসযুক্ত একটি ফাইল কম্পিউটারে চালালে ভাইরাসটি সংশ্লিষ্ট কম্পিউটারের মেমোরিতে রয়ে যায়। ফলে সংক্রমিত ফাইলটি বন্ধ করলেও কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এভাবে মেমোরিতে অবস্থানকারী ভাইরাস পরবর্তীতে কম্পিউটারের অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে আক্রমণ করে।
সাধারণত নির্দিষ্ট কোন লক্ষণ দ্বারা ভাইরাস সনাক্ত করা যায় না। অনেক ভাইরাস কোন লক্ষণ প্রকাশ ছাড়াই ব্যাকগ্রাউন্ড থেকে কম্পিউটার এর ক্ষতি সাধন করে থাকে। কোন কম্পিউটার বা আইসিটি যন্ত্রে নিচের সবগুলো বা যে কোনো একটি লক্ষণ দেখা গেলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে। যেমনঃ
১। কোন প্রোগ্রাম রান করতে বেশি সময় নেয়া।
২। কোন ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা।
৩। কম্পিউটার এর মেমোরি কম দেখানো।
৪। সিস্টেম এর সময় ও তারিখ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হওয়া।
৫। নতুন প্রোগ্রাম ইন্সটল করার সময় অনেক বেশি সময় নেয়া।
৬। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল দেখানো।
৭। অপ্রত্যাশিত কোন ম্যাসেজ বা বার্তা প্রদর্শন করা।
৮। হার্ড ডিস্কে ব্যাড সেক্টর দেখানো।
৯। ফোল্ডার অপশন হাইড হওয়া।
১০। সিস্টেম এর ফাইল নষ্ট হাওয়া।
অন্যান্য লক্ষণগুলো নিম্নে দেয়া হলো:
১। পিসিতে অটোমেটিক সর্টকাট তৈরি হয়।
২। মূল ফাইলগুলো সর্টকাট হয়ে যায়।
৩। পিসির গতি কমে যাওয়ার কারণে একাধিক কমান্ড প্রয়োগ করলে পিসি হ্যাং হয়ে যায়।
৪। ইন্টারনেট সংযুক্ত পিসির ব্রাউজার অটোমেটিক ওপেন যায় বা অশ্লীল ওয়েবসাইট ওপেন হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions