অর গেইট কি
যে লজিক গেইটে দুই বা দুয়ের অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে তাকে অর গেইট বলা হয়।
অর গেইটের যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে। অন্তত একটি ইনপুট ১ হলেই গেইটটির আউটপুট ১ হয়। অর্থাৎ A = 0, B = 1 অথবা A - 1, B = 0 অথবা A = 1, B = 1 অবস্থাগুলোর জন্য আউটপুট ১ হয়। অন্যথায়, A = 0, B = 0 অবস্থার জন্য, Y = 0 হয়।
তাত্ত্বিক বিবেচনায় দুই বা দুয়ের অধিক যে কোন সংখ্যক ইনপুট বিশিষ্ট অর গেইট সম্ভব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions